বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়

সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ

১। অত্র প্রতিষ্ঠানে নিম্ন বর্ণিত পদসমূহে শিক্ষক/কর্মচারী নিয়োগ করা হবেঃ

নিয়োগ বিজ্ঞপ্তি

পদ সংখ্যা 2 জন

ক . পদের নাম :সহকারী শিক্ষক (গণিত), সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান/জীববিজ্ঞান), সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা), সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান), সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) কম্পিউটার অপারেটর, হাতের লেখা সুন্দর ও দ্রুত করার প্রশিক্ষক কারুকলা),

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা : সহকারী শিক্ষকের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ কম্পিউটার স্নাতক। অপারেটর ও হাতের লেখা সুন্দর ও দ্রুত করার প্রশিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ।

খ . নৈশ প্রহরী ,পরিচ্ছন্নতা কর্মী ও আয়া

পরিচ্ছন্নতা কর্মী ও আয়া প্রত্যেক পদে ০১ জন করে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা : জে.এস.সি/ জে.ডি.সি/ সমমান।

২। উল্লেখিত পদসমূহে (ক্রমিক নং-ক) দৈনিক সম্মানী/মজুরী ভিত্তিক অতিথি শিক্ষক/কর্মচারী মাষ্টার রোল এ নিয়োগ দেওয়া হবে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদের সংখ্যা কম বা বেশি হতে পারে।

৩। উল্লেখিত শূন্য পদসমূহে (ক্রমিক নং-খ) কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

৪। প্রত্যেক পদে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

৫। আগ্রহী প্রার্থীকে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত পূর্বক মোবাইল নম্বর উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

মোহাম্মদ আলী

প্রধান শিক্ষক

This image has an empty alt attribute; its file name is bangladesh-navy-dockyard-engineering-works-high-school-1.webp

ক্লিক নাউ

Leave a Comment